মিরপুরে ভুয়া সাংবাদিক তানভীর এর বিচার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

 

জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যাকারী,বিভিন্ন সময় বিভিন্ন টিভি চ্যানেলের পরিচয় দিয়ে দেশী জসিমের ছত্রছায়ায় ব্যবসায়ী ও বিএনপি নেতাকর্মীদের জিম্মি করে চাঁদা আদায়কারী কথিত ভুয়া সাংবাদিক তানভীর আহমেদ শিমুল গংদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর মিরপুর এলাকাবাসী ও সাধারণ ছাত্র জনতা।

জানা যায় দীর্ঘদিন ধরে বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই তানভীর।

এছাড়াও সম্প্রতি ছাত্র জনতা হত্যা মামলায় আটক হওয়া মিরপুরের সাবেক ডিসি জসিমের সাথে সখ্যতা করে বিভিন্ন লোককে ফাঁসিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে এই তানভীর আহমেদ শিমুলের বিরুদ্ধে।

শুধু তাই নয় মিরপুরের বিভিন্ন জায়গা থেকে টিভি চ্যানেলের পরিচয় দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও করে জানা যায় এ সকল টিভি চ্যানেলে কেউ নয় কথিত এই তানভীর আহমেদ শিমুল।

মিরপুরের বিএনপিপন্থী ব্যবসায়ী লিটনকে ভয়ভীতি দেখিয়ে দেশি জসিমের সহযোগিতায় লিটন কি আর্থিকভাবে ব্যাপক ক্ষতি করার অভিযোগ এনে লিটন বলেন -আমি বিএনপির রাজনীতি করি বিধায় কথিত টিভি চ্যানেলের পরিচয় তানভীর আমাকে পুলিশের ভয় দেখিয়ে আমার থেকে লক্ষাধিক টাকা চাঁদা নেয়।

উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডিসি জসিমের ছত্রছায়ায় পুলিশের সাথে মিরপুর ১০ এলাকায় ছাত্র জনতার উপর আক্রমণ চালায় এই তানভীর। যার কারণে জুলাই আগস্ট এর ছাত্র হত্যা মামলায় আসামিও করা হয় তাকে। তবে বিভিন্ন জায়গায় অর্থ দিয়ে তদবির করে এখনো প্রশাসনের ধরাছোঁয়ার বাহিরে রয়েছে কথিত এই তানভীর আহমেদ শিমুল।

মানববন্ধনে মিরপুরের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে তানভীরের গ্রেফতার ও অবিলম্বে শাস্তির দাবী জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *