আব্দুর রশিদ :
ভোমরায় জাতীয় পার্টি নেতা ও ইউপি চেয়ারম্যান ঈসরাইল গাজীর নির্দেশে ৫টি ঋষি পরিবারকে উচ্ছেদের জন্য মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার বইচনা গ্রামের মৃত গোবিন্দ দাসের স্ত্রী বুলু দাসী এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে বুলু দাসী বলেন, আমরা হতদরিদ্র মানুষ। ২০১০ সালে বৈচনা মৌজায় ৮ শতক জমি বাবু মুচির কাছ থেকে ক্রয় করে বসবাস করছি। কিন্তু মৃত নূরুল আমিনের ছেলে ওমর ফারুক উক্ত জমি দখলের চেষ্টা চালাচ্ছে। ভূমি অফিসের তদন্তে জমির মালিকানা আমার নামে নিশ্চিত হলেও ওমর ফারুক তা মানতে চায় না এবং বিভিন্ন সময়ে হামলা ও লুটপাট চালায়
। জাতীয় পার্টি নেতা ও ইউপি চেয়ারম্যান ঈসরাইল গাজীর নির্দেশে ভাড়াটিয়া লোকজন দিয়ে আমাদের উপর হামলা, ভাংচুর ও লুটপাট করছে। তিনি বলেন, ২ নভেম্বর ওমর ফারুক, আবু সাঈদ, জুলফিকার আলী ও তাদের ভাড়াটিয়া বাহিনী আমাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এবং বাধা দিলে আমাদের মারধর করে।
আমাদের খুন জখমের হুমকিও দেওয়া হয়।
তিনি ইউপি চেয়ারম্যান ঈসরাইল গাজী ও তার সহযোগীদের হাত থেকে বসতভিটা রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।