প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী, চট্টগ্রাম :
বোয়ালখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মনছুর আলম (৩৯) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার শাকপুরা এলাকার ৭ নং ওর্য়াড়ের ইয়াছিন তালুকদার বাড়িতে বেড়াতে এসে ঘরের বাতি লাগাতে গিয়ে ঘটনা ঘটে।
নিহত মনছুর পটিয়া উপজেলার বাটিখাইন এলাকার মৃত ইমাম শরীফের ছেলে।
স্হানীয়রা জানান শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিল সে। ঘরের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত্যু ঘোষণা করে।