হানিফ মাদবর :
গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের পরকীয়ার জেরে স্বামী কর্তৃক স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যা ও স্ত্রীকে গুরুতর জখম করে পালিয়ে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আজিজ মিয়াকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঁঠালি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন আজ বেলা সাড়ে বারোটায় র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আজিজ মিয়া ময়মনসিংহের ত্রিশাল থানার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভা চন্নাপাড়া এলাকায় জায়গা কিনে বাসাবাড়ি করে রাজমিস্ত্রির কাজ করতেন।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জুন্নুরাইন বলেন, শ্রীপুরের চন্নাপাড়া এলকার রাজমিস্ত্রি আজিজুল হক তার নিজের বাড়িতে স্ত্রী তাসলিমা খাতুনকে পরকীয়া প্রেমিক আশরাফুলের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে পরকীয়া প্রেমিককে বটি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে এবং স্ত্রী তাসলিমাকে গুরুতর আহত করে।
এ ঘটনার ৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হবে।