নাঈম উদ্দিন সানি :
হাসপাতালের বেডে অনুসারীদের সঙ্গে দেখা করছেন কারাবন্দি নারায়ণগঞ্জের সন্ত্রাসী জাকির খান। শুধু দেখা নয়, তাকে সেখানে বসে ভিডিও কলে বিভিন্নজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেছেন তার অনুসারীরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যার ঘটনায় করা মামলার আসামি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
অসুস্থতার কারণে সেপ্টেম্বরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। তবে তখন থেকেই বাদীপক্ষের আইনজীবীদের অভিযোগ ছিল, কারাগার থেকেই অনুসারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন জাকির খান। কিন্তু এত দিন এটার দালিলিক প্রমাণ ছিল না।
বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে জাকির খানের অনুসারী সোহেল রানা মিল্কী লেখেন, আজকে নারায়ণগঞ্জের সিংহ পুরুষ, তরুণ প্রজন্মের অহংকার, ৯০ সালের সুপারস্টার নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জাকির খান ভাইয়ের সঙ্গে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তিন ভাই দেখা করলাম।
জাকির ভাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ছবিগুলোতে দেখা যায়, জাকির তার অনুসারীদের সঙ্গে কোনো বাধা ছাড়াই আড্ডা দিচ্ছেন এবং এক নেতার সঙ্গে ভিডিও কলে কথা বলছেন।
মামলার বাদী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, যদি সাব্বির হত্যার বিচার না হয় তাহলে এই দেশে সাধারণ মানুষ আর বিচার চাইবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইবে না।
সন্ত্রাসীদের সঙ্গে সবাই আপস করে চলতে চায় নিজেদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু এতে টিকে থাকতে পারবে না। নিজেকে নিরাপদ রাখার জন্য সবাই সন্ত্রাসীদের পক্ষে কথা বলে। সত্য কথা বলতে চাই না। দেশ থেকে সত্য কথা উঠে গেছে। সাব্বির হত্যার বিচার না হলে সন্ত্রাসীদেরই পুনর্বাসন করা হবে।