নীলফামারী প্রতিনিধি :
“ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানা প্রমূখ। শেষে উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয় এবং ইঁদুর শিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।