সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নিহত ৩

আব্দুর রশিদ :

সাতক্ষীরায় মাছবাহী পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ও আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর ৫টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা—খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় আব্দুর রহমান কলেজের সামনে মেঘনার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের মোঃ আকবর গাজীর ছেলে মোটরসাইকেল চালক মোঃ আরিজুল ইসলাম গাজী (২৮), সাতক্ষীরার তালা উপজেলার জেঠয়া গ্রামের মোঃ শামসুর রহমান ফকিরের ছেলে মোঃ আসাদুল ইসলাম ফকির (৫৫) এবং তালা উপজেলার সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে মোঃ সেলিম (৩৫)। চালক আরিজুল ইসলাম বর্তমানে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটিতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী পাটকেলঘাটার সবজি ব্যবসায়ী আকবর হোসেন জানান, তিনজন একটি প্লাটিনা মোটরসাইকেলে পাটকেলঘাটা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেঘনার মোড়ে পৌঁছালে খুলনা গামী একটি দ্রুতগামী মাছবাহী আইসার পিকআপ তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আরিজুল ইসলাম এবং আরোহী আসাদুল ইসলাম ফকির মারা যান। অপর আরোহী মোঃ সেলিম গুরুতর আহত হন।

আকবর হোসেন তার খুলনায় ফায়ার সার্ভিসে চাকরিরত ভাইকে ঘটনাটি জানালে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত সেলিমকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। পথিমধ্যেই মোঃ সেলিম মারা যান।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মীর মাহফুজ বলেন, “ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।”

সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়, এবং অপরজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আমরা ঘটনাস্থলে আছি এবং মৃতদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তারাই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *