চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স ম জিয়াউর রহমান :

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বাংলা মার্ক লিমিটেডের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন পশ্চিম এলাহাবাদ সুলতানপল্লী—১এ যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষিযন্ত্রপাতি প্রস্তুত, নিরাপত্তা ও কর্মপরিবেশের উপর স্থানীয় কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গতকাল ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।

কর্মশালার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা মো. রফিকুল ইসলাম, উপ—ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) শাহেদুর রহমান।

 

কর্মশালায় কৃষিযন্ত্রপাতি উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও কর্মপরিবেশের উপর কৃষকদের আধুনিক পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের হ্যান্ডটুলসের ব্যবহার, ওয়েল্ডিং, পাইলিং, শক্তি সঞ্চালন, ড্রিলিং, গ্রাউন্ডিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় এগ্রো সার্ভিস, স্পেয়ার পার্টস ডিপার্টমেন্ট, সুপারভাইজিং, মেকানিক্যাল ও টেকনিক্যাল বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালায় অতিথিবৃন্দ বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কৃষি উদ্ভাবনে এগিয়ে এলে বাংলাদেশ আরও কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হবে। প্রযুক্তিকে কাজে লাগালে গ্রামীণ কৃষকগণ আরও স্বাবলম্বী ও সচ্ছল হতে পারবে। একইসাথে তা দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *