বোয়ালখালীতে ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস পালন করেছে উপজেলা — বিএনপি

প্রভাস চক্রবর্ত্তী : 

 

বোয়ালখালী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা আলোচনা ৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে গোমদন্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌরসভার যুগ্ন আহবায়ক আবদুল করিম সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির আহবায়ক হাজী ইছহাক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শাকপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি আজম খান, পোপাদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি, এস,এম,সেলিম, চরনদ্বীপ ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাস খান, খরনদ্বীপ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল আলম, খরনদ্বীপ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আমিন, সারোয়ারতলী ইউনিয়ন বিএনপি সভাপতি এস,এম,তারেক, কধুরখীল ইউনিয়ন বিএনপি সভাপতি  কপিল উদ্দিন, পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক শেখ মনির উদ্দিন।

চরখিজিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এম কপিল উদ্দিন যৌথ পরিচালনা আরো উপস্থিত ছিলেন, আরিফ উদ্দিন ছোটন, শওকত আলী, পেয়ার মাহমুদ, এমদাদ আনসারী,  মোঃ সাইফু এ্যাড সাইফুদ্দিন সিদ্দিকী, নুরুল আফসার ফারুখী, পৌরসভা জানে আলম, মোঃ আবছার উদ্দিন আবুল মুনছুর, আবদুল খালেক, ইসমাইল হোসেন চৌধুরী, আবদুল মান্নান, সায়েম উদ্দিন, বাবর আলী মোঃসেলিম, টিটু, আশিক, মহসিন খোকন, ইব্রাহিম চৌধুরী মানিক মীর ইলিয়াছ, আরেফিন রিয়াদ, ইব্রাহিম চৌধুরী,  নজরুল ইসলাম, নাজিম উদ্দিন বাহাদুর,এ্যাডভোকেট শহীদ, বাহাদুর শাহ, কপিল উদ্দিন ওমর ফারুক, নুরহোসেন, নূরউদ্দিন, মোঃ কামাল, মোঃ সুমন, মোঃ শফিউল, লিটন, ছাত্র নেতা জাহেদ শাহরিয়ার, জিকু, সাজ্জাদ, পারভেজ তামিম, রিফাত, ইলিয়াছ, জাহেদ, সহ যুবদল, শ্রমিকদল, ছাত্রদল সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন বোয়ালখালীতে গত ১৫ বছর আওয়ামী লীগ সভা ও সমাবেশ করতে স্কুল, কলেজে ও উপজেলা সদরে অনুমতি লাগেনি। আজ বিএনপির সভা করতে অনুমতি লাগছে। বোয়ালখালীর প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের দোসোররা রয়েছে, তাদের বিরুদ্ধে কিভাবেই ব্যবস্থা নিতে হবে আমাদের জানা রয়েছে।

বিএনপির নেতারা আবারো বলেন গত ১৫ বছর বিএনপির আন্দোলন সংগ্রামে যারা সমানে কাতারে মাঠে ছিল তারা সবাই আগের কাতারে থাকবে।

তাদেরকে বাদ দিয়ে কোন কমিটি নয়,  আমাদের মাঝে গ্রুপিং থাকবে এটা কোন বিষয় নয়, সবাইকে বলব ত্যাগ কর্মীদের মূল্যায়ন করার জন্য অনুরোধ জানান বক্তারা।
তাঁরা দক্ষিণ জেলা বিএনপি সাবেক সভাপতি আবু সুফিয়ানের ষড়যন্ত্র মূলক বহিষ্কার আদেশ প্রত্যাহারের আহবান জানান।র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *