মোঃ আনজার শাহ :
দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) রাত ৯ টায় কুইন্সবেরি বোলিং ক্লাব ১৬ পিল্টন রাস্তা, এডিনবার্গ স্থানীয় একটি রেস্তোরায় হলরুমে বিএনপি’র আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কটল্যান্ড বিএনপি’র সভাপতি আব্দুল রহিম জাকিরের সভাপতিত্বে আলা উদ্দিন আলোর সঞ্চালনায় বক্তব্য রাখেন, স্কটল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হাসান শরীফ, আরো বক্তব্য রাখেন, আলমগীর কবির, সাবেক ছাত্রনেতা ইমদাদুলহক বাবু, মাজারুল সুমন, আবু সায়েদ, খন্দকার জাহাঙ্গীর, দিল মোহাম্মদ, সাইফুল হুদা শাহেদ, নাজিম আহমেদ, সাইফুল ইসলাম দিপু, শহীদ উকিল, পলাশ আহমেদ,ইরফান পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক জনমত গঠনে ৭-নভেম্বর চেতনায় প্রবাসে বাংলাদেশী জাতীয়বাদী আদর্শে উজ্জীবিত হতে হবে। বাংলাদেশের ইতিহাসের ভাগ্য নির্ধারণের দিন হলো ৭-নভেম্বর।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ১৯৭৫ সালের এই দিনে শহীদ জিয়াউর রহমান মুক্তির মশাল হয়ে জলে উঠেছেন ব্যারাক থেকে সাধারণের অন্তরে। যদিও পরবর্তীতে তার স্মৃতি মুছে ফেলতে নানা ষড়যন্ত্র হয়েছে। তবে সে ষড়যন্ত্রে জাল ছিড়ে জিয়াউর রহমান জায়গা করে নিয়েছে সাধারণ জনগণের অন্তরে।