সালিশী বৈঠকের তোয়াক্কা না করে রোপিত গাছ কেটে বাড়ি ভাঙচুর

রাজিব আহমেদ : 

ভোলা জেলার দৌলতখান থানার চর বড় লামছি ধলী গ্রামের মোঃ জয়নাল আবেদীন দীর্ঘ ৭ বছর ধরে তাহার ক্রয়-কৃত ভূমিতে পাকা ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। তারই পাশে প্রতিবেশী হিসেবে মোঃ খায়ের তার নিজ বাসস্থানে বসবাসরত আছেন। গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পতনের পর থেকে পাড়ার বিভিন্ন লোকের মাধ্যমে আমার ক্রয় কৃত ভূমির উপর তাহার ব্যক্তিগত চলাচলের রাস্তা নির্মাণের পায়তারা করে আসছে।

লোক মাধ্যমে জানতে পেরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে উক্ত বিষয় সম্পর্কে অবগত করেন এবং তাহারা গত ০২/১১/২০২৪ইং তারিখ বিকাল ০৩.০০ ঘটিকার সময় একটি সালিশী বৈঠকের দিন ধার্য করেন।

কিন্তু প্রতিবেশী খায়ের উক্ত সালিশী বৈঠকের তোয়াক্কা না করে গত ০২/১১/২০২৪ইং সকাল ১০.৩০ ঘটিকার সময় প্রতিবেশী খায়ের, তাহার ভাগিনা ফয়সাল আহমেদ, বন্ধু নাছির ও স্ত্রী নীরু বেগম সহ আরো কয়েকজন সন্ত্রাসী বাহিনী লাঠিসোটা নিয়ে আমার চলার রাস্তা বন্ধ করিয়া দেয় এবং আমার পরিবারের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়।

আমি বাধা দিলে আমার উপর ক্ষিপ্ত হইয়া আমার বসতবাড়ির টিনের বেড়া ভাংচুর করিয়া আমার জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছপালা কাটিয়া আনুমানিক এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে, এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে খুন গুম করা হুমকি প্রদান করে। তাৎক্ষণিক কোন উপায় না দেখে দৌলতখান থানার ফোন করে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করি।

থানা থেকে পুলিশ আসায় আক্রমণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি গত ৬/১১/২০২৪ইং তারিখে দৌলতখান থানায় ডায়রীভূক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *