নিজাম উদ্দিন :
নোয়াখালীর সেনবাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
৭ নভেম্বর( বৃহস্পতিবার) বিকেল ৩ টার সময় সেনবাগ পৌরসভার জিরো পয়েন্ট থানার মোড়ে
গণ সমাবেশ আয়োজন করা হয়৷ গণ সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে কয়েক হাজার দলীয় নেতাকর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন৷
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল হান্নান লিটন ও সঞ্চালনায় ছিলেন সেনবাগ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উল্যাহ বিএসসি৷ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নোয়াখালী—২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক৷ উক্ত গণ সমাবেশে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,জেলা বিএনপির সহ—সভাপতি ও সেনবাগ পৌরসভার সাবেক কমিশনার জাহিদুল ইসলাম সবুজ,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সহিদ উল্যাহ সহিদ, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল,জেলা যুবদলের গণশিক্ষা সম্পাদক মোঃ খোরশেদ আলম চৌধুরী ফুটন,বিএনপি’র নেতা নুর নবী বাচ্চু,ভিপি জাহাঙ্গীর,সাবেক জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম জহির,বিএনপি নেতা মির্জা মোস্তফা,
বিএনপি নেতা আ জ ম রহিম উল্লাহ চৌধুরী সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু,সেনবাগ সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ্ব আ জ ম বশির উল্লাহ চৌধুরী রিপন,উপজেলা যুবদলের আহবায়ক সাহেব উদ্দিন রাসেল,৯নং নবীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃখায়ের উল্যাহ আজাদ(মাষ্টার),ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃমইনুল হোসেন সজিব,সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জসিম,যুবদল নেতা মোঃআনোয়ার হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃআলা উদ্দিন সহ প্রমুখ৷প্রধান অতিথি জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন,বিগত দিন আওয়ামীলীগ সেনবাগের আনাচে কানাচে প্রতিটা ইউনিয়ন ও পৌরসভায় লুটপাট ও দুর্নীতির সাথে যুক্ত ছিল৷আমাদের মতো যারা দলের জন্য ঘুম,খুন,জেল,জুলুম নির্যাতনে শিকার হয়েছে তাদেরকে আমরা ভুলে গেলে হবে না,
তাদের আত্মত্যাগকে সামনে রেখে আমাদের পথ চলা হবে, কারণ ভোগে সুখ নয় ত্যাগে ও সুখ আছে।তিনি আরো বলেন, এত বড় আন্দোলনের পিছনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অনেক বড় অবদান রেখেছেন। উপদেষ্টা ড. ইউনুস আপনি নির্বাচনী রোড ম্যাপ প্রকাশ করুন। আপনি মঈন উদ্দিন — ফখরুদ্দীন এর মত ৩ মাসের জন্য এসে দুই বছর ক্ষমতায় অধিষ্ঠিত হলে, এদেশের মানুষ কাউকে ক্ষমা করবে না।নরেন্দ্র মোদি কে উদ্দেশ্য করে বলেন, ৪০০’শ মামলার আসামী শেখ হাসিনা কে বাংলার মাটিতে ফেরত পাঠাতে হবে৷ এসময় গণসমাবেশে আরো উপস্থিত ছিলেন,সেনবাগ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ।
বিএনপি,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল,শ্রমিক দলসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।