স ম জিয়াউর রহমান :
বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির উদ্যোগে ভিক্ষুণীসংঘের উদ্দেশ্যে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও গণমানুষের কল্যাণে প্রজ্ঞাকথা ২০২৪ অনুষ্ঠান গতকাল ৯ নভেম্বর, শনিবার, নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতের হলরুমে অনুষ্ঠিত হয়। মহতী কঠিন চীবর দানোৎসবে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষুণীসংঘারাম ও ধ্যান কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভিক্ষুণী গৌতমী। ভিক্ষুণী হিসেবে দানোৎসবে উপস্থিত ছিলেন ভিক্ষুণী শীলা, ভিক্ষুণী উৎপল বর্ণা, ভিক্ষুণী সূর্যানন্দা, ভিক্ষুণী ধর্মদীন্না, শ্রামণী শুভা, শ্রামণী স্বরূপা, শ্রামণী ধর্মানন্দা, শ্রামণী ধর্ম্মা জয়িতা, শ্রামণী কুণ্ডলকেশী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান মহিলা ঐক্য পরিষদের সভাপতি ও মহিলা ঐক্য পরিষদের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মধুমিতা বড়ুয়া, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও বিশিষ্ট অনুবাদক মুনিন্দ্র লাল বড়ুয়া, গৌতমী সাময়িকীর নির্বাহী সম্পাদক কবি চন্দন রিমু, অধ্যাপিকা সুষমা বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির উপদেষ্টা চম্পাকলী বড়ুয়া।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির সভাপতি, বিশিষ্ট নারীনেত্রী সঞ্চিতা তালুকদার। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সংঘ-যুব’র সাবেক সভাপতি পুষ্পেন বড়ুয়া কাজল, বিশিষ্ট দানবীর ও সমাজসেবী অনুত্তর বড়ুয়া, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীতশিল্পী ও বেহালাবাদক প্রিয়তোষ বড়ুয়া, ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান। বাংলাদেশ বৌদ্ধ মহিলা সমিতির কর্মকর্তা হৈমন্তী বড়ুয়া ও দোলনা বড়ুয়া কৃষ্ণার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা রত্না বড়ুয়া, পলাশী বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, মাধবী বড়ুয়া, সীমা বড়ুয়া, শীলু রাণী বড়ুয়া, বিউটি বড়ুয়া, অনামিকা বড়ুয়া, শীলা চৌধুরী, ইন্দিরা বড়ুয়া, মঞ্জু বড়ুয়া প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অরবিন্দ বড়ুয়া।
বক্তারা বলেন, ঘৃণা দিয়ে ঘৃণা দূর হয়নি। কেবল প্রেমই ঘৃণা দূর করে। এই হলো বিধান, অতি প্রাচীন এবং অশেষ। সম্প্রীতি ও ভ্রাতৃত্বময় সমাজ গঠনে বৌদ্ধ দর্শন পথ দেখাতে পারে। বক্তারা আরও বলেন, বৌদ্ধনীতি ও আদর্শ অনুসরণের মাধ্যমে অশান্ত সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই ভিক্ষুণী সংঘকে আরো আলোকিত করে ছড়িয়ে দিতে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। সবার মাঝে ছড়িয়ে দিতে হবে ভিক্ষুণীসংঘের জ্ঞানের আলো।
আমাদের জ্ঞানসমৃদ্ধ করতে হবে, যাতে আমরা অন্যদের যুক্তিতর্কে উত্তর দিতে সক্ষম হতে পারি।
অনুষ্ঠানে নরসিংহ গাথা নিয়ে কাব্যনাট্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পী অনন্যা বড়ুয়া। অনুষ্ঠানের শেষে ড. বরসম্বোধি ভিক্ষুর গ্রন্থ The way to happiness ও বৌদ্ধধর্মের ভিক্ষুর পরিচয় ও বৌদ্ধিক শিক্ষা এবং গৌতমী সাময়িকীর চতুর্দশ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।