স ম জিয়াউর রহমান :
মাইজভাণ্ডারী একাডেমীর আয়োজনে আগামী ১৫ নভেম্বর শুক্রবার সন্ধায় আমেরিকার বোস্টন সংলগ্ন মেডফোর্ড সিটিতে অনুষ্ঠিত হবে `সুফি রাউন্ড টেবল ডিসকাশন’।
এতে সভাপতিত্ব করবেন দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও SZHM Trust এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী ( মঃ)।
অংশ নিবেন আমেরিকায় বাংলাদেশী প্রফেশনালদের নির্বাচিত কৃতিজনরা।