চাটখিল বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি নজির মোল্লা, সম্পাদক নোমান

নিজাম উদ্দিন : 

 

নোয়াখালীতে চাটখিল বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৯ নভেম্বর চাখিল পৌর বাজারের কুটুম ঘর কমিউনিটি সেন্টারেনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চাটখিল পৌর বাজারের মুদি ব্যবসায়ীগণ সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রত্যক্ষভাবে ভোট প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে নজির মোল্লা তার প্রতিদ্বন্দ্বী হাজিনুর নবী ২৮ ভোট পেয়েছেন। এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান ও তার প্রতিদ্বন্দী মনির হোসেন ৩০ ভোট করে পেয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সমপরিমাণ ভোট পেয়ে দুইজন ড্র করায় সকলের মতামতের ভিত্তিতে টস করার সিদ্ধান্ত হয়। টসে নজির মোল্লা সভাপতি ও আব্দুল্লাহ আল নোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

অন্যান্য পদের মধ্যে মোঃ সুমন সহ—সভাপতি, বদরুদ্দোজা সহ—সাধারণ সম্পাদক, মাহফুজ আলম হেলাল কোষাধাক্ষ, নাসির উদ্দিন আহমেদ দপ্তর সম্পাদক, মনজুর আলম, মো: আলমগীর ও মনির হোসেন সদস্য নির্বাচিত হয়।

নির্বাচনে চাটখিল পৌর বাজারের ৬৭ জন মুদি ব্যবসায়ের মধ্যে সকলে উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করায় শতভাগ ভোট কাস্ট হয়।

চাটখিল বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাটখিল উপজেলা প্রশাসন ও চাটখিল থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *