শ্রীপুরে বাপ ছেলের চলছে ফুটপাত দখল

নূরুল ইসলাম : 

গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর এলাকার প্রাচীন সড়ক শ্রীপুর মাস্টার বাড়ি সড়ক ফুটপাত দখল করে প্রভাবশালীদের সহযোগিতায় বসিয়েছেন শতাধিক দোকান।

এই সড়কটির পাশে নেই ফুটপাত। সড়কের পাশে যতটুকু খালি জায়গা আছে সেখানে বসেছিয়েন স্থায়ী দোকানপাট। দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন বিভিন্ন কলকারখানার কর্মরত, হাজার হাজার শ্রমিক”ক্রেতা, ব্যবসায়ী ও পথচারী । এ সমস্যা সমাধানে নেই কোনো উদ্যোগ।

সরেজমিনে দেখা যায়, শ্রীপুর উপজেলার ভেতর দিয়ে মাস্টার বাড়ি জাওয়া সড়কটি দিয়ে অর্ধশতাধিক মিলকারখানার দেড় লাখ শ্রমিক শ্রমজীবী মানুষ যাতায়াত করে থাকেন।

এই সড়কটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। সড়কটি শ্রীপুর মাস্টার বাড়ি রোড ফখরুদ্দিনের মোড় থেকে ক্রিস্টাল ফ্যাক্টরি নামেপরিচিত। এ সড়কে দিনরাত বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে থাকে। ফলে এটি একটি ব্যস্ততম সড়ক।

ফুটপাট দখল করা দোকানিদের সাথে কথা বলে জানাজায়, এই ফুটপাত ভ্যান গাড়ির দোকান থেকে প্রতিদিন চাদাঁ তুলছেন মৃত লতিফের ছেলে সেলিম আর সেলিমের ছেলে , শ্রীপুর পৌর ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সজল আহাম্মেদ উত্তোলন করে।

কিন্তু পথচারীদের জন্য সড়কের কোনো প্রান্তে ফুটপাত নির্মাণ করা হয়নি, এ ছাড়া সড়কের পাশে দোকান থাকায় ইজিবাইক দাঁড় করিয়ে রাখায় প্রতিদিন সড়কে লেগে থাকে যানজট।সজলকে মুঠোফোনে ফোন দিয়ে বক্তব্য নিতে গেলে সে এ বিষয়ে অস্বীকার করেন

এব্যাপারে শ্রীপুর পৌর নির্বাহী রফিকুল হাসান জানান, এবিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *