নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যরা।
এসময় বিভাগীয় কমিশনার প্রেসক্লাবের নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তিনি সুস্থ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ছাড়াও রাজশাহীর উন্নয়ন ভাবনায় প্রেসক্লাব নেতৃবৃন্দের ভূমিকা রাখার আহবান জানান।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি শ.ম সাজু, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু, যুগ্ম সম্পাদক জিয়াউল গনি সেলিম, নির্বাহী সদস্য আফজাল হোসেন, আনিসুজ্জামান, সোহেল মাহবুব ও ডালিম হোসেন শান্ত, অর্থ সম্পাদক আমজাদ হোসেন শিমুল, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান, ক্রিড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান।