সাতক্ষীরায় মা কোচিং সেন্টারের ফুটবল টুর্নামেন্টে আরিফিন একাদশ চ্যাম্পিয়ান

আব্দুর রশিদ : 

 

মাদককে না বলুন, ফুটবলকে হ্যা বলুন, লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতি গুরুত্ব দিতে হবে এই শ্লোগান কে সামনে নিয়ে লাবসা মা কোচিং সেন্টারের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৫ নভেম্বর বিকালে লাবসা ফুটবল মাঠে আরিফিন একাদশ বনাম আরাফাত একাদশ একাদশের মধ্যেকার খেলায় শুরু থেকে উভয় দলের আক্রমন পাল্টা আক্রমন ছিল লক্ষনীয়। খেলার প্রথম অর্ধে আরাফাত একাদশ একটি গোল করে দল কে এগিয়ে নিয়ে যায়। উভয় দলের টান টান উত্তেজনার মাধ্যমে প্রথম অর্ধের খেলা শুরু শেষ হয়। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হলে আরও একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় আরিফিন একাদশ।

আরিফিন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের মাঝে পুরুস্কার বিতরন করেন সম্মানিত অতিথি মা কোচিং সেন্টারের পরিচালক ইমামুল ইসলাম নাহিদ। এছাড়া শফিকুল, রিপন, ফয়সাল, মামুন হোসেন। সেরা খেলোয়াড় আবু বকর সিদ্দিক, সেরা ডিফেন্ডার নাঈম, সেরা ক্যাপ্টেন আরিফিন, সেরা গোলরক্ষক মোস্তাকিম, রেফারীর দায়িত্ব পালন করেন নাহিদ, সহকারে রেফারি দায়িত্ব পালন করেন হৃদয় এবং ইমন, এসময় বিপুল সংখ্যক ফুটবল প্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *