নিজাম উদ্দিন :
নোয়াখালী চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যবলেট সহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
১৭ নভেম্বর রবিবার দিবাগত রাত্রে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ—আল—ফারকের সার্বিক দিক নির্দেশনায়, চাটখিল থানা অফিসার ইনচার্জ, মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী এর তত্ত্বাবধানে ও এসআই টুটন মজুমদার, মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ এমরান হোসেন, এএসআই বাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন ০৬ নং পাঁচগাঁও ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড , ভাত্তর পাঁচগাঁও গ্রামস্থ মিয়াজান খলিফার বাড়ী সামনে গোলাম কিবরিয়া সড়কের পূর্ব পাশে হইতে মোঃ আব্দুর নুর সাইমুন (২৪), পিতা— মোঃ রফিকুল ইসলাম, মাতা— ফাতেমা বেগম, সাং— বারইপাড়া (পাটোয়ারী বাড়ী), ০৫ নং ওয়ার্ড, ০৬ নং পাঁচগাঁও ইউনিয়ন, থানা— চাটখিল, জেলা— নোয়াখালী এর পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেট হইতে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক এসআই টুটন মজুমদার জব্দ করেন। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । চাটখিল থানার ওসি বলেন মাদক উদ্ধার সংক্রান্তে অভিযান অব্যাহত আছে থাকবে।