স্টাফ রিপোর্টার :
মুগদা ৬ নং ওয়ার্ড কমিটির সেন্টারে প্রতারক ডিলার মনির বেশি দামে চালের বস্তা, ৫০ বোতল তেল বস্তায় ভরে , ডাললের বস্তা নিয়ে যাওয়ার সময় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে। ভুক্তভোগী সাধারণ মানুষ সাংবাদিকের ক্যামেরার সামনে অভিযোগ জানায় আমরা পাঁচ, ছয় ঘণ্টা শিশু বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, টেবিল কাউন্টারে কেউ নেই, ডিলাররা সকলে মিলে চাল, ডাল, তেল বস্তা পাচার করা নিয়ে ব্যস্ত। স্টাফ ও ৪ বস্তা চাল নিয়ে যায়।
এ সকল বিষয় মুগদা থানা ওসি সাহেবকে জানানো হয়, জানানো হয় আওয়ামী লীগের কাউন্সিলর সিরাজুল ইসলামের সহকারী সচিব বজলু কে। প্রতারক ডিলারকে দুর্নীতি ও প্রতারণার বিষয় জানতে চাইলে ডিলার মনির দৈনিক চৌকস পত্রিকার সিনিয়ার রিপোর্টার (প্রাইম) সাংবাদিককে বলে আপনি যা করতে পারেন করেন।
সরকারি কর্মকর্তা হুমায়ুন কবিকে ভিডিও সহকারে সকল অভিযোগ দুর্নীতির বিষয়ে জানাইলে হুমায়ুন কবির প্রতারক ডিলারের, সরকারি পণ্য লুট করে নেওয়ার পরেও আইনগত কোন ব্যবস্থা না নিয়ে। বলেন আপনি আপনার পত্রিকা দিয়ে ব্যবস্থা নেন, আমার কিছু করার নাই।