আব্দুর রশিদ সাতক্ষীরা :
ও এম এম এস কার্ড ধারীকে দেওয়া চাউল ওজনে কম দেওয়ায় তহিদুল ইসলাম নামে ১ ও এম এম এস ডিলারের স্ত্রী খাদিজা বেগমের নিকট থেকে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ১ নং সদর ওয়ার্ডের থানা রোডে অবস্থিত ও এম এম এস ডিলারের গুদামে সোমবার (১৮ নভেম্বর) বেলা ৩ টার সময় হানা দিলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল কার্ড ধারী ৩ ব্যক্তির দেওয়া চাউলে ৭ কেজি ৬ কেজি ৪ কেজি কম থাকায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওই সময় ও এমএমএস ডিলার তহিদুল ইসলাম ওরফে বুলবুল উপস্থিত না থাকায় বিতরণ কাজে জড়িত তার স্ত্রী খাদিজা বেগম দোষ স্বীকার করায় তার নিকট থেকে ভোক্তা অধিকার আইনে এ জরিমানার টাকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন এলাকার একাধিক কার্ড ধারী ব্যক্তি ও এম এম এস ডিলার তৌহিদুল ইসলাম ওরফে বুলবুলের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের নেতাদের প্রভাব খাটিয়ে চাউল ওজনে কম দেয়ার অভিযোগ করে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট । ডিলার তৌহিদুল ইসলাম ওরফে বুলবুলের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কার্ড ধারীরা তার বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদ করলে উল্টো তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে বলে ভুক্তভোগীরা সহ উপস্থিত জনসাধারণ অভিযোগ জানান।
গতকাল কার্ড ধারি জাহাঙ্গীর আলম, দেব কুমার, সুকুমার অধিকারীর দেওয়া চাউলে ওজন কম ৫/৭ কেজি কম থাকায় বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভুক্তভোগীরা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল তাৎক্ষণিকভাবে গুদামে হানা দিয়ে ভুক্তভোগীদের দেওয়া চাউল ওজন করে ৭ কেজি ৬ কেজি ৪ কেজি করে চাউল ওজনে কম পাওয়ার সত্যতা মেলায় ভোক্তা অধিকার আইনে এই জরিমানার টাকা আদায় করা হয়। তবে ভ্রাম্যমান আদালত কার্যক্রম পরিচালনার সময় ও এম এস এস ডিলার তৌহিদুল ইসলাম ওরফে বুলবুলের স্ত্রী খাদিজা বেগম নানান অজুহাতে ভ্রাম্যমান আদালতের সঙ্গে দুর ব্যবহার ও অসহযোগিতা ও ইদুরের খাওয়ার দোহাই দিয়ে রেহাই পাওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। উপস্থিত কার্ড ধারি ও এলাকাবাসী তার ও এম এম এস ডিলার শিপ বাতিলের দাবি জানান।