শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি হলেন এডভোকেট আব্দুল মান্নান

মোঃছামিউল আলম সোহান : 

শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। ১৮ নভেম্বর সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি—পিপি শাখা) থেকে জারি করা এক আদেশে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে।

পিপি পদে নিয়োগ পাওয়া এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান ২০১২ সালের (২ এপ্রিল) শেরপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেছেন। তিনি শেরপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া তিনি শেরপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ছিলেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলী (জিপি) পদে নিয়োগ পেয়েছেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ—সভাপতি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব।

এছাড়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এডভোকেট আশরাফুন্নাহার (রুবি) নিয়োগ পেয়েছেন।

এছাড়াও অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে নিয়োগ প্রাপ্ত হন এডভোকেট জনাব মোঃআবুজার গাফফারী। নিন্মে বর্নিত আইনজীবিগন সহকারি সরকারি কৌঁসুলি(এজিপি) জেলা জজ আদালত এ নিয়োগ প্রাপ্ত হন—১. এডভোকেট জনাব মোঃ আফছার উদ্দিন ২.এডভোকেট জনাব মোঃজয়নাল আবেদীন ৩.এডভোকেট জনাব মোঃ আশরাফুল ইসলাম (সোহেল) ৪. এডভোকেট জনাব শারমিন সুলতানা বিথী ৫.এডভোকেট জনাব মোঃ সিদ্দিকুর রহমান ভূঁইয়া

সহকারী পাবলিক পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল) নিয়োগপ্রাপ্ত হন এডভোকেট জনাব মোঃ শামসুল হক।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ) এ নিয়োগ প্রাপ্ত হন ১.এডভোকেট জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান ২.এডভোকেট জনাব মোঃ ছামিউল ইসলাম ৩.এডভোকেট জনাব মোঃএম কে মুরাদুজ্জামান।

সহকারী পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত) এপিপি— এ নিয়োগ প্রাপ্ত হন ১.এডভোকেট জনাব মোঃ আশরাফুল আলম লিচু ২. এডভোকেট জনাব মুন্সি মোঃ মহসিন ৩.এডভোকেট জনাব মোঃ রৌশনারা বেগম ৪.এডভোকেট জনাব মোঃ গোলাম হক সরকার ৫.এডভোকেট জনাব মোহাম্মদ হারুন অর রশিদ (বাচ্চু) ৬.এডভোকেট জনাব শাহনুর রহমান রুবেল ৭.এডভোকেট জনাব মোঃআদিলুজ্জামান ৮.এডভোকেট জনাব মোঃআল আমিন ৯.এডভোকেট জনাব মোঃ রাশেদুর রহমান (রাসেল) ১০.এডভোকেট জনাব মোহাম্মদ সুজাউদ্দৌলা ১১.এডভোকেট জনাব মোক্তারোজ্জামান (মুক্তার) ১২.এডভোকেট জনাব মোঃ জমশেদ আলী ১৩.এডভোকেট জনাব মোঃমাসউদুর রহমান শামীম ১৪.এডভোকেট জনাব এ কে এম হাবিবুল্লাহ ইসলাম হাবিব ১৫.এডভোকেট জনাব সৈয়দ হাবিবুর রহমান (রুনু)১৬.এডভোকেট জনাব মোঃ শেখ সাহেদ রহমান ১৭. এডভোকেট জনাব মোঃ মতিউর রহমান(২) ১৮.এডভোকেট জনাব মোঃ বজলুর রহমান।

শেরপুর জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (সানা মোঃ মাহরুফ হুসাইন) উপ সলিসিটির জিপি— পিপি — এর আদেশ ক্রমে ১৮/১১/২০২৪ ইং তারিখে উক্ত পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *