চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ গ্যাস বিক্রি করায় দুই লাক্ষ জরিমানা

কামরুল ইসলাম : 

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ । এসময় ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার রশিদের পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে অবৈধ গ্যাস সিলেন্ডার বিক্রয় কারিকে ২লক্ষ টাকা জরিমানা করেছে জানা গেছে, ব্যবসায়ী ওসমান গনি ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
প্রশাসন বলেন জেলা এনএসআইয়ের প্রতিনিধি দলের গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। লোহাগাড়া সদর রশিদার পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ওসমান গনিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

গ্যাস সিলিন্ডারের মালিককে মঙ্গলবারের মধ্যে লোকালয়ে এসব কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রশাসন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *