মোঃ আনজার শাহ :
পিরোজপুর জিয়া মঞ্চের জেলা আহবায়ক কমিটির তালিকা প্রকাশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি।
আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল দশ ঘটিকায় টাউন ক্লাব ময়দানে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবায়ক কমিটি প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর এ জিয়া মঞ্চ, পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জনাব শেখ রিয়াজ উদ্দিন রানা।
প্রধান বক্তা, জনাব সালেহ আহমেদ কাঞ্চন সহ—সভাপতি, জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটি ও সাবেক সহ—সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। সাংগঠনিক বক্তা, এড. আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগ (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায়) জিয়া মঞ্চ, কেন্দ্রীয় কমিটি। সভায় সভাপতিত্ব করবেন, মোঃ আরিফুর রহমান রুবেল আহ্বায়ক, জিয়া মঞ্চ, পিরোজপুর। পরিচিতি সভা শেষে জাসাস পিরোজপুর ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি ও আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্ত কাম্য।