কুড়িগ্রামে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ডক্টরস ক্লাব (ডাঃ মিলন হল)—এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ড্যাব কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মাহফুজার রহমান (মারুফ)।
এ সময় আরো উপস্থিত ছিলেন— ডাঃ আফতার আলী, ডাঃ অমিত কুমার বসু,ডাঃ রেদওয়ান ফেরদৌস সজীব, ডাঃ রেদওয়ানুল ইসলাম রাফি ডাঃ নাজমুল হুসাইন, ডাঃ আব্দুল মতিন, ডাঃ শহিদুল্লাহ, ডাঃ মুন্নি, ডাঃ মিম সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন— চিকিৎসকদের অধিকার আদায়ের জন্য কুড়িগ্রাম জেলা ড্যাব বদ্ধপরিকর। কুড়িগ্রামের সব জনগণের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ও সেবা পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

উক্ত মতবিনিময় সভাটি সঞ্চালনায় ছিলেন ডাঃ রকিবুল হাসান(বাধন)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *