মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন রাধানগর ইউনিয়নে খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত—১ জন ও আহত—৯ জন।
ঘটনাটি ঘটে,২০ নভেম্বর বুধবার দুপুরে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর বিলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,বুধবার দুপুরে রাধানগর এলাকার একটি বিলের খাস জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়,তারা চিকিৎসা শেষে বাসায় ফিরে যান।
আহতদের মধ্যে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান। নিহত ব্যক্তি হলেন,ওই গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আব্দুস সাত্তার(৫০)।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।