স্টাফ রিপোর্টার :
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন বলাইশিমুল ইউনিয়নের কচন্দারা গ্রামের মোঃ তরুন মিয়ার স্ত্রী মোছাঃ রিনা আক্তার কে পিটাল। প্রতিপক্ষের বিরোদ্ধে থানায় অভিযোগ: গত— ১৬—১১—২৪ ইং তারিখ প্রায় ১০ দিকে তরুণ মিয়ার জালা ক্ষেত্র থেকে জুরপূর্বক বৈয়ানি ভাবে মাটি উত্তলন করতে থাকলে একই গ্রামের মোঃ কামাল উদ্দিন (২০) ছেলে মোঃ ইমরান মিয়া, তার দলবল নিয়ে ।
তরুন মিয়া বাদা দিলে উভয় এর মধ্যে কথায় কাটাকাঠি লেগে এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে পরে। তরুন মিয়া চিৎকার শুরু করলে তার স্ত্রী মোছাঃ রিনা দূত এগিয়ে এসে উদ্ধার করার চেষ্টা করলে প্রতিপক্ষ রিনাকে মারধর করে উলঙ্গ করে আহত করে।
আহত ব্যাক্তিদের চিৎকারে আশেপাশের লোক জন এগিয়ে এসে উদ্ধার করে, কেন্দুয়া ইউপজেলার হাসপাতালে নিয়ে যান। এই ঘঠনায় রিনা আক্তার বাদি হয়ে কেন্দুয়া থানার অফিসার ইনর্চাজ বরাবর প্রতিপক্ষ মোঃ ইমরান সহ ৫ জনকে আসামি করে একটি অভিযোগ দায়েল করেন। থানার এস,আই ঘঠনার স্থান পরির্দশন করেন।
এই নিয়ে পূরো এলাকায় আলোচনা ও সমালোচনা ঝড় উঠে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিক গন তথ্য সংগ্রহ করতে সূর জমিনে গেলে অভিযোগের বাদীনির বাসুর মোঃ আব্দুল হাই এর সাথে কথা বললে তিনি বলেন দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের লোকজনের সাথে বিভিন্ন বিষয় আদি নিয়ে আমাদের সঙ্গে বিরোদ চলে আসছে। এ ব্যাপারে স্থানী প্রশাসন ও জেলার উদ্ধর্তন কর্মকতার সাহায্য কামনা করছে ভোক্তভোগি পরিবার বর্গ।প্রকাশ থাকে যে উক্ত ঘঠনায় পরিপেক্ষিতে যে কোন সময় বড় ধরনের র্দুরঘঠনার আশংকা… চলবে।