প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ—২০২৩ এর ৩য় ধাপ

স্বাধীন সংবাদ ডেস্ক: 

 

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ—২০২৩ এর ৩য় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম) এর প্রকাশিত চূড়ান্ত ফলাফল পূনঃ মূল্যায়ন করে সকল শূন্যপদ পূরন করে ৩:১ অনুপাতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ প্রদান করে দ্রুত সময়ের মধ্যে পূনরায় ফলাফল প্রকাশের প্রসঙ্গে।

আমরা প্রার্থীরা মনে করি যে, গত ৩১/১০/২০২৪ ইং তারিখে প্রকাশিত ফলাফলে সকল শুন্যপদ পূরন করা হয়নি এক্ষেত্রে সর্বশেষ শূন্য পদ অনুযায়ী সকল শূন্যপদ পূরন করে দ্রুত সময়ের মধ্যে আমাদের সংশোধিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করার দাবি জানাচ্ছি। যেহেতু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো যে, সর্বশেষ শূন্যপদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে। আমাদেরকে লিখিত পরীক্ষায় উত্তীর্ন করা হয়েছিলো ৪৬১৯৯ জনকে, সেখান থেকে মাত্র ৬৫৩১ জনকে চূড়ান্ত ভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে এক্ষেত্রে আমরা ৩৯৬৬৮ জন খালি হাতে ফিরতে হয়েছে। অনেক মেধাবীরা বঞ্চিত হয়েছে তাই আমাদের দাবী সকল শূন্যপদের বিপরীতে ৩:১ অনুপাতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দিয়ে মেধাবীদের সুযোগ দেওয়া হোক।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, অনুগ্রহ করে সকল শূন্যপদের বিপরীতে ৩:১ অনুপাতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের মাধ্যমে আমাদেরকে দেশসেবার পবিত্র দায়িত্ব পালনের সুযোগ দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ৩য় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম) এর পদ সংখ্যা বৃদ্ধি করে ফলাফল প্রত্যাশীদের পক্ষে—
১। ফারজানা মনি, গাজীপুর— (০১৬২৮—৮৬২১২৮), ২। সাবিহা মুন্নি, টাংগাইল— (০১৯০৫—০২২০২৬), ৩। আবদুল্লাহ আল নাঈম, ফরিদপুর (৩১৭৭২—০৮৬৯০০), ৪। মোঃ সাকিল হাসান, মাদারীপুর (০১৭২২—২৬৭০২২), ৫। সাহিদা আক্তার, ব্রাহ্মানবাড়িয়া (০১৯৪৯—৫২৮৫৪৫), ৬। আশরাফুল হক, কুমিল্লা (০১৮৭৮—৫১৮২৯০), ৭। রবিউল ইসলাম, মাদারীপুর (০১৮১০৫—৪৪৯০৯), ৮। লিনিয়া আফরিন, ফরিদপুর (০১৭৯২—৯৯১৭৯৫), ৯। হালিমা আক্তার, কুমিল্লা (০১৮৬২—৭০৩২২২), ১০। মেহেদী হাসান, নরসিংদী (০১৭৯২—০৭৮৯০১), ১১। মনিরুল ইসলাম, চট্টগ্রাম (০১৬৩৮—৬১০৩৮৫), ১২। ওমর ফারুক, মাদারীপুর (০১৭৮৯—৬৮২৪৬৮), ১৩। উজ্জ্বল বৈদ্য, গোপালগঞ্জ ০১৭২০—২০০৫৬৭), ১৪। খাদিজা আক্তার, শরিয়তপুর (০১৭৭৮—৮২৫৮১১), ১৫। বিপুল হালদার, গোপালগঞ্জ (০১৭৪৩—৫৪৯০৭৫), ১৬। মোঃ স্বাধীন খান, কিশোরগঞ্জ (০১৬২০—৬০৮৯৫৫)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *