বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবার পেল দোস্ত এইড এর খাদ্য সামগ্রী

সারোয়ার হোসাইন : 

 

শেরপুরের নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতগ্রস্থ ৩০০ পরিবারকে নেদারল্যান্ড মুসলিম কমিউনিটির সহযোগিতায় দোস্ত এইড বাংলাদেশ এর আয়োজনে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রূপনারায়ককুড়া আলিম মাদরাসা মাঠে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেককে ১০ কেজি করে চাল, ২ কেজি করে ডাল, তেল, আলু, পেয়াজ ১ কেজি করে চিনি, মুড়ি, লবন, ডিটাজেন্ট পাউডার, ১ টি সাবান।
বিতরনের সময় উপস্থিত ছিলেন নেদারল্যান্ড মুসলিম কমিউিনিটির চেয়ারম্যান মহসিন কাত্যাজ, মুরাত হ্যালিজ. দোস্ত এইড বাংলাদশে এর এডমনি অফসিার কোহিনূর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার কায়েশ মাহমুদ, নালিতাবাড়ী কল্যাণ ফোরামের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, নালতিাবাড়ী দারুল ইসলাম ট্রাস্টের সক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসনে, বিশিষ্ট সমাজ সেবক দুলাল হোসেন প্রমূখ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *