কুমিল্লা মনোহরগঞ্জ কেয়ারী—পঞ্চগ্রাম স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

মোঃআনজার শাহ : 

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার কেয়ারী পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজ মাঠে আরাফ রহমান কোকড় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন ম্যাচ আয়োজনে ইউনিয়ন স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে জাতীয় পতাকা উত্তোলন ও আরাফাত রহমান কোকর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কুমিল্লা মনোহরগঞ্জের সাবেক উপজেলার দুই বারের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী।

আলহাজ্ব ইলিয়াছ পাটোয়ারী বলেন,আমি অত্যন্ত খুশি হয়েছি,এমন একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য,তাই আমি টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদ জানাই।খেলাধুলা একটি সমাজের জন্য অত্যন্ত উপকারী, তোমাদের বয়সী ছেলেরা যদি পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকে তাহলে মাদকদ্রব্য সেবন ও বিভিন্ন অপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে পারবে। আর এই খেলাধুলার মাধ্যমে নিজ নারীকাটা জন্মভূমিকে সারা দেশের মধ্যে উপস্থাপন করা যায়।কে জানে আজ তোমরা যারা এখানে খেলতে এসেছ ভবিষ্যতে তোমরা জাতীয় পর্যায়ে খেলবে না। হয়তো তোমাদের মধ্য থেকে কেউ না কেউ জাতীয় দলে খেলার জন্য সুযোগ পেতেও পারো। তাই আমি তোমাদেরকে বলবো এই খেলা খেলতে গিয়ে কোন অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

রেফারি সাহেব যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত তোমরা মানতে বাধ্য থাকিবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি প্রতিটি খেলোয়াড়েই খেলোয়াড় সুলভ আচরণ করবে। কোনভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।আর এই টুর্নামেন্টের ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে কোনোভাবেই বিশৃঙ্খলা মাঠের মধ্যে বৃষ্টি না হয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করে আরাফাত রহমান কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুভ উদ্বোধন ঘোষণা করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *