স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম;
“আনজুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া “কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী(কঃ)’র ৮০তম বার্ষিক ওরশ শরীফের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে গত ২৩ নভেম্বর বুড়িশ্চড় দরবার শরীফের কবির মঞ্জিলের আওলাদগন রাঙ্গুনিয়া মরিয়ম নগরস্থ আশরাফ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ফরহাদাবাদ দরবারের খলিফা পীরে তরিকত আল্লামা রফিকুল ইসলাম আশরাফী(ম.) ও আল্লামা ফরহাদাবাদীর খলিফা ‘রুহুল ভান্ডার দরবার’র সাজ্জাদানশীন ও আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম ফরহাদাবাদীর বিশিষ্ট খলিফা পীরে তরিকত আল্লামা সফিউল বশর নঈমী (ম.) দ্বয়ের সাথে সৌজন্য স্বাক্ষাত করেন ফরহাদাবাদ দরবার শরীফের আওলাদে পাক যথাক্রমে সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মুহাম্মদ হাসান ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী ও শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদী।
উল্লেখ্য যে রুহুল ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীনের বিশেষ অনুরোধে ঘন্টাব্যাপী আলাপচারীতায় এবং আতিথেয়তায় অংশ গ্রহন করার মাধ্যমে আল্লার দরবারে শোকরিয়া জ্ঞাপন করা হয়।