বলবাম দাশ গুপ্তের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম;

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাংস্কৃতিক সম্পাদক ও সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সদস্য মিটু দাশ গুপ্তের পিতা আনোয়ারা বারখাইন নিবাসী বলবাম দাশ গুপ্ত (৭০) গত ২১ নভেম্বর ২০২৪ সকাল ৮ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাহার মহাপ্রয়ানে শোকবাণী প্রদান করেছেন সূর্যগিরি আশ্রমের অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই।
এছাড়া বাবু বলরাম দাশ গুপ্তের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদ, অগ্নিগিরি মঠ ও মিশন, পণ্ডিত নিরোদলীলা গীতা বিদ্যাপীঠ, সূর্যগিরি আশ্রম পূজা উদযাপন পরিচলনা পর্ষদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *