স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম;
মহান ৭ই অগ্রাহায়ণ মাইজভান্ডার শরীফের সুফিকুল শিরোমণি, জামালে মোস্তফা সাঃ, ইউসুফ এ সানী, মাওলা এ রহমান, সৈয়দ গোলামুর রহমান আল-হাচানী আল মাইজভান্ডারী কেবলার আদরের নাতি, জলওয়ায়ে সুলতানে সালতানাতে গাউসুল আজম মাইজভান্ডারি, ছানীয়ে ওয়াইসুল করণি, আওলাদ এ মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ ছদরুল উল্লাহ আলহাচানী আল মাইজভান্ডারী সাহেব (মাঃ জিঃ আঃ) ওরফে চেয়্যারম্যান বাবার ৮০তম পবিত্র খোশরোজ শরীফ গত ২২ নভেম্বর গাউছিয়া রহমান মঞ্জিলে আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারীয়া ট্রাস্ট এর উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মৌওলানা আবুল কালাম মো: হাবিবুর রহমান, মো: এমরান হোসেন, আজাদ মো: শাহেদুর রহমান, ডা: সামিউল করিম জিসান, ডা: মঈনুল করিম জিকু, মো: দুলাল মেম্বার, মো: বেলাল সও:, মো: নুরুল আমিন, মো মুনছুর, আব্দুল রাজ্জাক, মো: শাহাজান, সোহেল মো: আমানুর রহমান, মো: রুবেল, আবু তাহের, মো সাইফুল আলম, মো আজিম, বরুণ কুমার আচার্য, মো: জিয়া প্রমূখ।