বোয়ালখালীতে কৌশল পাল্টিয়ে দেশীয় মদসহ ১ জনকে আটক করেছে সেনাবাহিনী

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী।

 

বোয়ালখালীতে মদ বিক্রির কৌশল পাল্টিয়ে বতলে ৫ লিটার বাংলা মদসহ মোঃ মহিউদ্দীন (৩৫) নামের একজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলা সেনাবাহিনীর রাত্রীকালীন টহল চলাকালীন সময় তাকে আটক করা হয়।

আটককৃত মো: মহিউদ্দিন (৩৫) আহল্লা দরবার শরীফ এলাকার মো: জাফর আহমদের ছেলে।

উপজেলার সেনা ক্যাম্পের রাত্রীকালীন টহল চলাকালীন সময় টহল কমান্ডার কর্তৃক করলডেঙ্গা এলাকায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মাতাল অবস্থায় পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫ লিটার বাংলা মদ সহ মদের বোতল পাওয়া যায়। ।

পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আসামিকে সুস্থ অবস্থায় আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *