ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে দুটি স্বর্নের বার সহ আটক ১

আব্দুর রশিদ সাতক্ষীর;

আব্দুর রশিদ সাতক্ষীরা।ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্ত থেকে ২টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। আজ রোববার(২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় তলুইগাছা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে স্বর্নসহ ওই ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তির নাম মো: তজিবুর রহমান(৪৩)। সে সদর উপজেলার সাতানী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজিবি অধিনায়ক জানান, ভারতে স্বর্ন পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তলুইগাছা সীমান্তে অভিযান চালানো হয়। এসময় মোটরসাইকেলে থাকা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির প্যান্টের সাথে টেপ দিয়ে পেঁচানো অবস্থায় দুটি স্বর্নের বার ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। স্বর্ন ও মোটরসাইকেল সহ জব্দকৃত সরঞ্জামের বাজারমূল্য প্রায় ৬৯ লাখ টাকা।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তিকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ন ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *