স্টাফ রিপোর্টার : মোঃ সোহানুর রহমান;
পটুয়াখালী জেলা ও তার নির্বাচনী এলাকা পটুয়াখালী-৪(কলাপাড়া ও রাঙ্গাবালী) উপজেলা বিএনপির এক নক্ষত্রের নাম এবিএম মোশাররফ হোসেন।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এক শ্রেষ্ঠ আবিষ্কারও তিনি। সহ্দ তথা হৃদয়বান এই মানুষটির মানব সেবাই ব্রত।তাকে যতই দেখেন ততই পুলকিত হন পটুয়াখালী জেলার সবচেয়ে দরিদ্র ও অবহেলিত জনপদ (কলাপাড়ার, রাংগাবালির) মানুষ। দীর্ঘ ৩০ বছরে ধরে বিভিন্ন সংকটকালীন সময় অবহেলিত এ জনপদের মানুষের কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে ধরা দিয়েছেন জনাব, মোশারফ হোসেন।অত্যন্ত ভদ্র ও বিনয়ী এই নেতাকে ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা যেন অন্ত নেই। তিনি (রাঙ্গাবালী, কলাপাড়া) উপজেলা ও কুয়াকাটা পৌরসভা কে মডেল হিসেবে গড়বেন এমন প্রত্যাশা এখানকার সাধারন মানুষের।স্হানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে উন্নয়নের নামে প্রতারিত হয়ে এক প্রকার হতাশ জনগণের আশার কারনটা ছিলো একদম ব্যাতিক্রম। কিছু কিছু রাজনৈতিক নেতা ও জন-প্রতিনিধি যখন রাজনীতি ও জনসেবার নামে লুটপাটে ব্যস্ত ছিলো তখন ঠিক তার উল্টো এবিএম মোশারফ হোসেন।আগন্তুক হয়ে এসে রাজনীতির পিছনে মেধা, শ্রম ও অর্থ ব্যায় করে
নিজ উপজেলার জন্য উন্নয়ন মুলক কাজ করা দেখে আশায় বুক বেধেছেন এই দ্বীপ এলাকার অবহেলিত মানুষ। তিনি দীর্ঘদিন ধরে ব্যাক্তিগত অর্থায়নে এই দুই উপজেলার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তবে তিনি প্রচারে নয় বরং কাজে বিশ্বাসি হওয়ায় অনেকে টা গোপনেই ভালো কাজের ধারা অব্যহত রেখেছেন। যা রীতিমত সবাইকে অবাক করে। জনাব,এবিএম মোশাররফ,১৯৮০ সাল থেকে শুরু করে দীর্ঘ দিন ছাত্রদলের রাজনীতি করেছেন।প্রথমে কলেজ পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নির্বাচিত সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।অনেক বছর ধরে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক। যুক্ত থাকেন জনপ্রিয় টকশো আলোচক হিসেবে বিভিন্ন চ্যানেলে।””দৈনিক স্বাধীন সংবাদের সাথে কথা হলে তিনি জানান,,, আসছে জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসনের আপমার জনগন তাকে নির্বাচিত করলে তিনি এ জনপদের অপহেলিত মানুষের জীবন মান উন্নয়ন,উপকুল এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষকে উন্নত চিকিৎসা সেবা, রাস্তা ঘাট নির্মাণ,আধুনিক শিক্ষা ব্যাবস্তা, সোনার চর ও কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রুপান্তরিত করবেন বলে আশা ব্যাক্ত করেন।