আদিবাসীদের ২ দিন ব্যাপী ওয়ানগালা উৎসব উদযাপন

সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি;

ভারতের মেঘালয় রাজ্যের কোল ঘেঁষা শেরপুরের ৩টি উপজেলায় গারো আদিবাসীদের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা’ উৎসব উদযাপন করা হয়।

২৩-২৪ নভেম্বর শনি ও রবিবার ২ দিন ব্যাপী গারো পাহাড়ের জনপথ ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়ানগালা’ উৎসব। ওয়ানগালা উৎসব সাধারণত বর্ষার মওসুমের শেষে ও শীত আসার আগে নতুন ফসল তুলার পর এই উৎসবের আয়োজন করা হয় গারো পাহাড়ের ঢালে। এর আগে নতুন খাদ্যশস্য ভোজন নিষেধ থাকে এই সম্প্রদায়ের জন্য। তাই অনেকেই ওয়ানগালা’ উৎসবকে নবান্ন বা ধন্যবাদের উৎসবও বলে থাকে।

ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর নিয়ন্ত্রণে শ্রীবরদী,ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলা এবং পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো আদিবাসী সমাজের ৪৮টি গ্রাম রয়েছে। ওইসব গ্রামের প্রায় ২২হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী গারো সম্প্রদায়ের পাহাড়ি জনপদে বসবাস। জেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত এবং গারাগানজিং,কতুচ,রুগা,মমিন,আরেংসহ ১২টি গোত্রের গারো আদিবাসী সম্প্রদায়ের শত শত লোক ওয়ানগালা’ উৎসবে শামিল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *