কালীগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

কালিগঞ্জ উপজেলা (গাজীপুর) প্রতিনিধি:

 

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও সকাল সাড়ে আটটায় কালীগঞ্জ সরকারী কালীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পোষাক পরিহিত বাহিনির বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় উপজেলা আডিটিরিয়মে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলার প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ দ্বারা সজ্জিত করা হবে। উপজেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার জনবহুল স্থানে মুক্তিযুদ্ধের প্রামান্য চিত্র প্রদর্শন করা হবে। হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও শিশুসদনসমূহে দিবসটি উপলক্ষ্যে বিশেষ খাবার পরিবেশন করা হবে। দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বাদজোহর উপজেলার সকল মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ঐ দিন শিশুসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা উপজেলার শিশুপার্ক সহ শিশুদের খেলার উপকরন আছে এমন দর্শনীয় স্থানসমূহে বিনা টিকেটে পরিদর্শনের সুযোগ পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে আলোচনা সভা ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটির সাথে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করবে।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কালীগঞ্জের খোলাপাড়ায় শহীদ স্মৃতি স্তম্ভ ১৪ই ডিসেম্বর সকালে পুষ্পস্তত্ত্ববো অর্পণ করবেন উপজেলা প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনগণ। সকাল ১১ঃ০০ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে কালীগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে।

সভায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে উপস্থিত হন। কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসকবৃন্দ, উপজেলার সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তা , কালীগঞ্জ থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান,   বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কালীগঞ্জে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,  সমাজিক ও সাংস্কৃতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে একইস্থানে উপজেলা প্রশাসকের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ নোমান
কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) প্রতিনিধি।
০১৭১২২১৫৩০৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *