বিজয়নগরে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী অভিযানে ১৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় ১০নং পাহাড়পুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলাম ওরফে শফিক (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত পিতা—মৃত সাহেব আলী, মাতা—মোছাঃ আরশ বানু বেগমের ছেলে শফিকুল ইসলাম আড়িয়ল (পশ্চিম হাটি), দাউদপুর, ইছাপুরা ইউনিয়নের বাসিন্দা। অভিযানে নেতৃত্ব দেন এসআই অলি উল্লাহ ও এএসআই মোঃ আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ। অভিযানের সময় শ্যামপুর জামে মসজিদ সংলগ্ন চম্পকনগর—আউলিয়া বাজার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানিয়েছেন, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *