mih_pial
গতকাল যাত্রাবাড়ী থানাধীন লাকি কমিউনিটি সেন্টারে সন্ধ্যা সাতটার সময় শ্যামপুর কদমতলী এন্ড যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফেরদৌস হোসেন রনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশ
প্রধান বক্তা : হাজী মো: মাসুদ আলী বিশেষ অতিথি: মাহবুব আলম (সিনিয়র সহ সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপি) মো: কাউসার খাঁন (সভাপতি ৬৩ নং ওয়ার্ড বিএনপি)
হোসনেয়ারা বেগম (আহবায়ক, মালাদাম যাত্রাবাড়ী থানা)
মো: মমিন খাঁন (মেম্বার) সিনিয়র যুগ্ন আহবায়ক ৬২ নং ওয়ার্ড। মো: মামুন আহমেদ — সাধারন সম্পাদক ৬৩ নং ওয়ার্ড, একরামুল হোসেন শিমুল — সাংগঠনিক স সম্পাদক ৬০ নং ওয়ার্ড বিএনপি, মো: আনোয়ার হোসেন — সাধারন সম্পাদক, শ্যামপুর কদমতলী এন্ড যাত্রাবাড়ী থানা প্রেসক্লাব, রাহেলা হক — মহিলা বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ, ইঞ্জিনিয়ার হাসান আলী — যুগ্ন সাধারন সম্পাদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিন, সঞ্চালনায় : মো: এমদাদুল হক মিলন — সাবেক সহ সভাপতি ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিন