নাঈম উদ্দিন সানি;
গত ২৭,২৮,২৯ নভেম্বর চরমোনাইর ঐতিহাসিক অগ্রহায়নের মাফিল ২০২৪ ইং অনুষ্ঠিত হয়েছে। ১৯২৪ সালে মাওলানা সৈয়দ ইসহাক রহ: এ দরবার প্রতিষ্ঠা করেন। সে অনুযায়ী এবার ১০০ তম বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সম্মেলন হয়, সম্মেলনে ছাত্র নেতারা বলেন সম্প্রতি চট্টগ্রামের আদালত পাড়ায় ইসকনের সদস্যদের তাণ্ডব এবং হত্যাকাণ্ড এটাই প্রমাণ করে ইসকন একটি জঙ্গি সংগঠন। সম্প্রতি
এ্যাডভোকেট আলিফকে যে ভাবে হত্যা করেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার
মানায়। এই সংগঠন পৃথিবীর অনেক রাষ্ট্রেই নিষিদ্ধ তাই যত দ্রুত সম্ভব এ জঙ্গি
সংগঠনকে বাংলাদেশেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বক্তার আরও বলেন বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট এবং অন্তর্বর্তীকালিন সরকারকে
বিতর্কিত করার জন্যই ইসকন সদস্যরা পূর্ব
পরিকল্পিতভাবে এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে আদালতের মত একটি জায়গায়। যা আদালত অবমাননা পক্ষান্তরে রাষ্ট্রদ্রোহিতার শামিল
ইসলামি আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন আজ থেকে ১২ বছর পূর্বে বিগত সরকারকে সতর্ক করেছিলাম ইসকন সম্পর্কে। আজ দেশের মানুষ দেখতেছে এদের আস্ফলন। এসময় তিনি ইসকনকে উগ্রবাদি জঙ্গি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন। তিনি সরকারকে হুশিয়ারী করে বলেন অচিরেই ইসকনকে নিষিদ্ধ করতে নতুবা এর দায় জনগন নিবে না।ইসকন ফ্যাসিসদের পুনর্বাসন করতে পরিকল্পিত ভাবে উগ্রবাদি কাজ করছে।সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিস্ট করতে চাচ্ছে বলে তিনি অভিযোগ করেন