বিশেষ প্রতিবেদক:
পাবনায় গাঁজা পাচারকালে এক যুবককে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের সদস্যরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৪টার দিকে পাবনা সদর থানাধীন নয়নামতি আক্কেলের সাঁকো মোড়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত যুবক লালমনিরহাট জেলার বুড়িমারী থানাধীন গুড়ীয়াটারী এলাকার ফারুখ ইসলামের ছেলে সাকীব ইসলাম (১৯)।
জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ—পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে পরিদর্শক পারভীন আক্তার এসআই মোসাদ্দেক হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পাবনা সদর থানাধীন নয়নামতি আক্কেলের সাঁকো মোড় নামক স্থানে পাটকী পাড়া রোড থেকে যুগীপাড়া রোড গামী পাকা রাস্তার উত্তর পার্শ্বে একটি নাম্বারবিহীন অটো রিক্সা তল্লাশী করে।
এসময় অটো রিক্সার পিছনের সিটে বসে থাকা মাদক কারবারির দেহ তল্লাশী করে আসামীর দুই পায়ের মাঝে রক্ষিত অবস্থায় কাগজের কার্টনের মধ্যে পলিথিন স্কচটেপ দিয়ে মোড়ানো কয়েকটি পোটলায় থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসির চৌকস দল।
মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ—পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের জানতে পারা যায় আটককৃত যুবক অটো রিক্সায় গাঁজা পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৭ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিএনসির উপপরিচালক।