বিএডিসি’র প্যাকেট নকল করে মসুর বীজ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার গোদাগাড়ীতে বিএডিসির প্যাকেট নকল করে মসুর বীজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার কাকনহাট বাজারে অভিযান করে জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়।

জানা যায়,উপজেলার কাকনহাট বাজারে মোতালেব ট্রেডার্স বিএডিসি’র প্যাকেট নকল করে মসুর বীজ বিক্রি করে আসছে এমন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,জাতীয় ভোক্তা—অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী,রাজশাহী জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন,বহিরাঙ্গন কর্মকর্তা হুসনা ইয়াসমিন,বিএডিসি রাজশাহী অঞ্চলের উপপরিচালক (বীজ) কে.এম গোলাম সরওয়ার ও সিনিয়র সহকারী পরিচালক (ডাল ও তৈল বীজ) মাসুদ আল পারভেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *