১নং বড়হাতিয়া ইউনিয়নে মনুফকির বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদে দ্বি -বার্ষিক নির্বাচন ২০২৪ইং সম্পন্ন

কামরুল ইসলাম;

চট্টগ্রাম জেলাধীন লোহাগাড়া উপজেলার ১নং বড়হাতিয়ার মনুফকির বাজার সমিতির দ্বি বার্ষিক নির্বাচনে গত ০৭।১২।২০২৪ ইং রোজ শনিবার যথারীতি সকাল ৮টা হইতে বিকাল ৪টা ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে সর্বমোট ভোট সংখ্যা ছিল ২৮০ এর মধ্যে ২৭৬ উপস্থিতির ভোট দিয়েছেন। সর্বমোট ৩০ জন অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বীর মধ্য ১৫ জন ভোটের নিবাচিত হয়। প্রায় শতভাগ ভোট প্রদানে মাধ্যমে সভাপতি পদে বিজয়ীশক্তি সর্বজনের জননন্দিত জনাব রফিক উদ্দিন (মেম্বার) আনারস মার্কা নিয়ে ১৫১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাহার প্রতিদ্বন্দ্বী চেয়ার মার্কা ১২৫ ভোটে পেয়েছেন। সাধারণ সম্পাদক মায়ের দোয়া ডেকোরেটাস স্বত্বাধিকারী মোঃ ফারুক ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন।তার প্রতিদ্বন্দ্বী ১২৭ পেয়ে উক্ত সমিতির দীর্ঘ ১৫ বছর পেরিয়ে,ভোটে নির্বাচনে সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।পরিশেষে,নির্বাচিত বৃন্দরা বাজারের সকল ব্যবসায়ীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান।

তারিখঃ ০৮।১২।২০২৪ইং১নং বড়হাতিয়া মনুফকির বাজার,লোহাগাড়া,চট্টগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *