আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর চতুর্থ ম্যাচের ম্যান অব দা ম্যাচ ‘সৌরভ’ এর নিকট পুরস্কার তুলে দিচ্ছেন বৃহত্তর শ্যামপুর থানা বিএনপির সাবেক আহবায়ক ইমরান আহমেদ রাসেল।

mih_pial;

বৃহত্তর শ্যামপুর থানা বিএনপির সাবেক আহবায়ক ইমরান আহমেদ রাসেল
তিনি তার ছোট্ট বক্তব্যে বলেন,
আমি এই এলাকারই সন্তান গত ১৭ টি বছর এই এলাকায় বিচরণ করতে পারিনি। এমনকি আমি দেশেও থাকতে পারি নি। আমাকে হয় তো বা অনেকে চিনেন না।
আমি দীর্ঘ অনেক বছর পর এই শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ এ এসেছি। আসতে পেরে অনেক খুশি লাগছে। এই আমাদের শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ করা হয়েছে আমার বাবা ঢাকা ৪ও ৫ আসনের সাবেক সফল সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ এর হাত দরে কিন্তু আমরাই এই খানে আসতে পারিনি ,আমাদেরকে আসতে দেওয়া হয়নি।
দীর্ঘ ১৭ বছর পর মানুষ স্বাধীনভাবে কথা বলার ও চলাফেরা করতে পারছে। তারই উদাহরণ আজকের এ ফুটবল টুর্নামেন্ট। এ এলাকার মানুষ ছিল ফুটবলপ্রেমী। ১৭ বছর আগে এই শ্যামপুর মাঠে আজকের মতো বর্ণাঢ্য আয়োজনে ফুটবল টুর্নামেন্ট হতো।
গত ১৭ টি বছর পর ছাত্রদল এবং যুবদল এর উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে। আয়োজন কারীদের সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, মানুষ চায় বিএনপি এ দেশ পরিচালনা করুক। বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপৎগামী হচ্ছে। বিএনপির হাতে দেশ পরিচালনার সুযোগ হলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ এর মেয়ের জামাই বিশিষ্ট ব্যবসায়ী রিগেন খান। থানা যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান ধারা ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম টুটুলের পরিচালনায় মহানগরের বিভিন্ন থানার ১৮টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
এবং আরও উপস্থিত ছিলেন এলা কার অনেক মুরুব্বিগন।

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেন-
জুবায়ের আহমেদ আল-আমিন,জুবায়ের আহমেদ,রাব্বি,অ্যানি,মেহেদি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *