মোঃ লুৎফর রহমান খান ;
বরিশালের বাকেরগঞ্জেে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস -২০২৪ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর সোমবার সকল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পঙ্কজ কুমার দাসের সঞ্চালনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনীল কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে দুর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভায় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ; গরবে আগামীর শুদ্ধতা ; এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস, বাকেরগঞ্জ জে.এস.ইউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, বাকেরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফ্লোরেন্স লিলি সরকারসহ বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।