কদমতলী থানাধীন ৫৩ নং ওয়ার্ডের সবুজবাগ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানভীর আহমেদ রবিন।

mih_pial;

গত মঙ্গলবার,
কদমতলী থানাধীন ৫৩ নং ওয়ার্ডের সবুজবাগ ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

প্রিয় এলাকা বাসি আপনারা জানেন গত ১৮ টি বছর আমরা কত অপসারন নিপিরন এবংনির্যাতন এর শিকার হয়েছি। আমাদের উপরে এবং বাংলাদেশের মানুষ এর উপরেও হয়েছে আপনারা জানেন। সেটি গত ৫অগাস্ট তার অবসান হয়েছে আলহামদুলিল্লাহ।আমাদের জুলাই অগাস্ট এর আন্দোলনে আমদের শিক্ষার্থীরা এবং আমাদের দলের অনেক নেতা কর্মী সহ আরও অনেক সাধারন মানুষ,শিশু বাচ্চা এবং আমাদের মাও বোনের জীবন দিয়েছে রক্ত দিয়ে আমাদের দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে। আমি আমার বক্তব্য শুরুতেই তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি।

প্রিয় এলাকা বাসি আমরা গত ১৮ টি বছর এই এলাকায় বিচরণ করতে পারিনি। আমি এই এলাকারই সন্তান আপনাদেরই সন্তান কিন্তু আমি আপনাদের মাজে আসতে পারিনি আমাকে আসতে দেও হয়নি। আপনারা দেখেছে ২০০৮ এর পরের নির্বাচন গুলো যেমন ২০০৮,২০১৪,২০১৮,২০২৪ এইগুলা নির্বাচন নামে ছিল নাটক। এই ফ্যাসিস্ট হাসিনা মানুষের ভোটের অদিকার হরণ করে। তার নিজেস্ব গুন্ডা বাহিনীকে বিনা ভোটে সংসদে পাঠানো হয়েছে। তার পরবর্তীতে আমাদের এলাকাই কুখ্যাত সন্তাস জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা,সানজিদা খানম এবং ড.আওলাদ হোসেন। আপনারা কি তাঁদের ভোট দিয়েছিলেন? বিনা ভোটে তারা সংসদে গিয়েছেন।

এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে
“আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোন কথা নেই আপনার ভোট আপনি দিবেন যা কে খুশি তাঁকে দিবেন। কিন্তু আমার হাতকে শক্তিশালী করুন এবং আমাকে সহযোগিতা করুন। যাতে আমি আপনাদের ভোটর অধিকার প্রতিষ্ঠা করতে পারি”

তিনি বলেন, মানুষ চায় বিএনপি এ দেশ পরিচালনা করুক। বিএনপি দেশ পরিচালনা করলে দেশের উন্নয়ন ও সমৃদ্ধ হবে। আজকের শিশু-কিশোররা মাঠ সংকটের কারণে খেলাধুলা করতে পারছে না। যার জন্য মোবাইল আসক্ত হয়ে পড়ছে। অনেকে মাদকসহ বিপৎগামী হচ্ছে। বিএনপির হাতে দেশ পরিচালনার সুযোগ হলে খেলার মাঠের ব্যবস্থা করা হবে।

সভাপতিত্ব করেন সবুজবাগ ইউনিটের সভাপতি মোঃ মামুন।
আরো উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, কদমতলী থানার সিনিয়র বিএনপি নেতা আবু নাসের ফকির, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর খান লিপু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ফারুক, কদমতলী থানা মহিলা দলের সাবেক সভানেত্রী, সাবেক মহিলা কাউন্সিলর খালেদা আলম, কদমতলী থানা বিএনপি নেতা মেরাজুল ইসলাম বাবুল, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল কবির চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক সহ ৫৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *