মানিকগঞ্জের সাটুরিয়া থেকে রাতের আধারে সার পাচার

মোঃ জাহাঙ্গীর আলম : 
মানিকগঞ্জের কৃষকদের সারের চাহিদা পূরণ না করে, এ জেলার কৃষকদের বরাদ্দকৃত সার ভিন্ন জেলায় পাচারের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ১১টার সময় সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্রা বাজারের বিএডিসির ডিলার মেসার্স রশীদ এন্ড সন্স তার গোডাউন থেকে এ সার পাচার করেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে কৈট্টা বাজারে বিএডিসির ডিলার রশিদ তার গোডাউন থেকে ৩০০ বস্তা সার পাচার করেন। এরমধ্যে ২০০ বস্তা ডিএবি এবং ১০০ বস্তা টিএসপি সার রয়েছে। আরিচা ফেরিঘাট দিয়ে পাবনা জেলার কাশিনাথপুর বাজারে এ সার পাচার করা হয়। পাচারে ‘মেসার্স হক এন্টারপ্রাইজ স্ট্যান্ড রোড মাঝিরঘাট চট্রগ্রাম’ এর নামে একটি ভুয়া চালান ব্যবহার করা হয়।
এ বিষয়ে ট্রাক ড্রাইভার সাঈদ বলেন মানিকগঞ্জের কৈট্টা বাজার থেকে ২০০ বস্তা ডিএপি, ১০০ বস্তা টিএসপি সার পাবনা নিয়ে যাচ্ছি। এসময় তিনি চট্রগ্রামের মেসার্স হক এন্টারপ্রাইজ নামের একটি ভুয়া চালানপত্র দেখান।
এবিষয়ে ডিলার রশিদ সার পাচারের কথা স্বীকার করে বলেন, ২৭০ অথবা ২৯০ বস্তা সার অন্য জায়গায় ছেলেরা বিক্রি করেছে।
সাটুরিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল বলেন সার পাচারের উপযুক্ত প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সাটুরিয়া উপজেলার কৃষি অফিসার আল মামুন বলেন, আমরা বিষয় টা জানতে পেরেছি একটু অপেক্ষা করেন। জেলা কৃষি কর্মকর্তা ড.রুবীআহ নূর আহমেদ বলেন এখনই দ্রুত ব্যবস্হা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *