চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অস্ত্র সহ ২ যুবক আটক

সোহেল মাহমুদ :

বন্দর নগরী চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন আবদুল লতিফ সড়কের মাইট্টালা গলির জাবেদের দোকানের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাবেদ গ্রুপ ও মোহাম্মদ আলী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে খবর পেয়ে এসআই মহিম উদ্দিন এবং এএসআই রতন কান্তি ঘোষসহ পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পরে দুগ্রুপের লোকজন ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রডসহ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।

অস্ত্রসহ গ্রেফতারকৃতরা হলেন – নগরীর হালিশহর বসুন্ধরা এলাকার কামাল সওদাগর বাড়ির মুস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আলী ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার বক্সগঞ্জ ইউনিয়নের আবদুল জলিলের ছেলে মোহাম্মদ সজল।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, জাবেদ গ্রুপ ও আলী গ্রুপের জন্য এলাকার মানুষ অতিষ্ঠ। দুই গ্রুপের ৫০/৬০ জন লোকের সংঘর্ষে এলাকায় প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করেছিল। অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে শনিবার সকালে আদালতের মাধ্যমে অস্ত্র আইনে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *