মোঃ সোহেল :
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পেরায়া ইউনিয়নের ১৯ সদস্য বিশিষ্ট সমাজ কল্যাণ পরিষদ কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে এ বি এম নজরুল ইসলাম সভাপতি ও মোঃ সাইফুল ইসলাম মামুনকে সাধারণ সম্পাদক করে ১৯ বিশিষ্ট নির্বাহি কমিটি গঠন করা হয়েছে।১/১২/২০২৪ ইং কমিটি ঘোষণা করা হয়।
নির্বাহি কমিটি সদস্যরা হলেন:— সভাপতি — এ বি এম নজরুল ইসলাম সহকারী অধ্যাপক, আইট পাড়া আজিজিয়া আলিম মাদ্রাসা।
সহ সভাপতি —মোঃ শাহ জাহান, সহকারী অধ্যাপক, আশারকোটা যোবায়াদা হান্নান কলেজ, সহ সভাপতি —মোঃ হারুনুর রশিদ ব্যবস্থাপনা পরিচালক, জান্নাত ট্রাভেলস, সহ সভাপতি — মাওলানা আবু নছর প্রভাষক (আরবী), সাধারণ সম্পাদক —মোঃ সাইফুল ইসলাম মামুন। সাধারণ সম্পাদক, সহ সম্পাদক — মাওলানা কামাল হোসাইন শাহেদী, সহ সম্পাদক —, মাওলানা রাসেল আহমেদ রেহানী, সাংগঠনিক সম্পাদক — নাসির উদ্দিন সোহেল, প্রচার সম্পাদক — ফখরুল ইসলাম সুমন, কোষাধ্যক্ষ — মিজানুর রহমান, সদস্য — মাওলানা আবদুল হালিম সহকারী অধ্যাপক, ছিলইন ইসলামিয়া আলিম মাদ্রাসা, সদস্য — অহিদুর রহমান, সদস্য — মাওলানা দেলোয়ার হোসেন, সদস্য —মাওলানা মোঃ শাহ জালাল, সদস্য—হারুনুর রশীদ, সদস্য — মাওলানা গিয়াস উদ্দিন, সদস্য — মাওলানা খন্দকার কামাল হোসেন, ছাত্র প্রতিনিধি— মোঃ মোজাম্মেল হোসেন, ছাত্র প্রতিনিধি—কাউসার আলমসহ ১৯ সদস্য বিশিষ্ট ইসলামি সমাজ কল্যাণ পরিষদ নির্বাহি কমিটি গঠন করা হয়েছে।